Vision  ad on bangla Tribune

১১ বছর পর তপুর যাত্রীরা!

বিনোদন রিপোর্ট ০০:০৪ , জুন ২০ , ২০১৭

যাত্রী ব্যান্ড২০০৬ সালে প্রকাশিত হয় যাত্রী ব্যান্ডের প্রথম অ্যালবাম 'ডাক'। বেশ ‘নাম-ডাক’ হয় সেসময়! এরপর ব্যান্ডের প্রধান ও গায়ক তপু ব্যস্ত হয়ে পড়লেন নিজের একক ক্যারিয়ার নিয়ে।তপু ও আনিলা। ‘যাবে কী বলে’ গানের রের্কডিংয়ের সময়ের ছবি
ব্যান্ড নিয়ে আর কোনও খবরের বাজনা-বাদ্যি শোনা যায়নি। প্রায় ১১ বছর পর আসছে নতুন সংবাদ। আজ (২০ জুন) আসছে যাত্রী ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম। ব্যান্ডের স্বনামেই এটির নামকরণ- যাত্রী।
অ্যালবামে থাকছে ৮টি গান। সেগুলো হচ্ছে- যাবে কি চলে, ভুলে যাও, বাংলাদেশি, অপেক্ষা, তুমি আমি সে, নিয়ম ছাড়া, কে ডাকে-২০১৭ ও যাবে কি চলে (সহশিল্পী আনিলা)।
তপু বললেন, ‘‘যাবে কি চলে’ গানটা আমার একক কণ্ঠেও থাকছে। আরেকটি ভার্সন গেয়েছি আমি আর আনিলা আপু। দীর্ঘদিন পর আমরা ফিরছি।’’
হ্যাঁ, এর মাধ্যমে ফিরছেন ‘নূপুর’খ্যাত এ জুটি। অ্যালবামটি প্রকাশ করছে জি সিরিজ। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মেও শোনা যাবে অ্যালবামের গানগুলো।
যাত্রী ব্যান্ডের লাইনআপ- তপু (গায়ক), রোমেল (কিবোর্ড), খালিদ (ড্রামস), শামস (বেজ) ও সেতু (গিটার)।
/এমআই/এম/

Advertisement

Advertisement

Pran-RFL ad on bangla Tribune x