BPO Summit

১২ বছর পর প্রথমবার

বিনোদন রিপোর্ট ১৭:৪২ , এপ্রিল ১৬ , ২০১৮

গানের ভিডিওর একটি দৃশ্য২০০৫ সাল থেকে সংগীতশিল্পী রাজিবের পরিচিতি। ক্লোজআপ ওয়ান গানের প্রতিযোগিতার মাধ্যমে এ ভুবনে আসেন তিনি।
এরপর নিয়মিত কাজ করেছেন। বের হয়েছে একক অ্যালবামসহ একাধিক গান। সংগীত জীবনের এক যুগ পার হলেও কখনও গানের সুর করা হয়নি তার। এবার সে কাজটিই করলেন তিনি।

‘ভালোবাসার কাছে নতজানু’ নামের একটি ভিডিও গান প্রকাশ করেছেন তিনি। আর এতে গাওয়া ও অভিনয়ের পাশাপাশি নিজেই সুর বুনেছেন।
রাজিব বাংলা ট্রিবিউনকে বললেন, ‘সত্যিই তাই। এক যুগ পার হয়ে গেছে, কিন্তু কখনও গানে সুর করা হয়নি। এর কথাটা খুবই ভালো লেগেছে। তাই নিজেই এ কাজটি করলাম।’
লতিফুল ইসলাম শিবলীর কথায় এর সংগীতায়োজন করেছেন মাহাদি। গানটিতে রাজিব নিজেই অভিনয় করেছেন। তার সঙ্গে আরও আছেন মাতিমাহ মেহরীন, স্পর্শ ও নাহিন মারুফ। ভিডিও পরিচালনা করেছেন নির্মাতা নিশীথ সূর্য।
রাজিব জানালেন, গানটির দৃশ্যধারণ হয়েছে ঢাকা ও এর আশেপাশে। গত ১৩ এপ্রিল রাজিবের ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত করা হয়েছে।
গানের ভিডিওটি: 

/এমআই/এম/

x