BPO Summit

দূর হবে সাদার কাদা

লাইফস্টাইল ডেস্ক ১৩:১৫ , এপ্রিল ১৭ , ২০১৮

বৃষ্টির মৌসুম শুরু হয়েছে। হুট করে নামা বৃষ্টিতে কাদা লেগে সাধের স্নিকারটির অবস্থা দফারফা হয়ে যেতে পারে যেকোনো সময়। সাদা জুতা পরিষ্কার করার কার্যকর একটি পদ্ধতি জেনে নিন।


প্রথমে প্রচুর পানি দিয়ে ধুয়ে নিন জুতা। এবার ১ চা চামচ বেকিং সোডার সঙ্গে দেড় চা চামচ ডিজারজেন্ট পাউডার মিশিয়ে নিন। মিশ্রণটি ভেজা জুতার উপর ছিটিয়ে অপেক্ষা করুন আধা ঘণ্টা। একটি পুরনো টুথব্রাশ পানিতে ভিজিয়ে জুতা ঘষে নিন। পানি দিয়ে জুতা ধুয়ে বেবি পাউডার ছিটিয়ে তারপর কড়া রোদে শুকান। ধবধবে হয়ে যাবে সাদা স্নিকার।    

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/

x