Vision  ad on bangla Tribune

ম্যাকগিলকে শান্ত করতে মধ্যস্থতায় ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক ১১:৫৪ , জুলাই ১৭ , ২০১৭

অস্ট্রেলিয়ান লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলের কথা মনে আছে নিশ্চয়ই? সেই ম্যাকগিলকে নিয়েই ঝামেলায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনিতে বর্তমান অসি ক্রিকেটারদের দেনা-পাওনা নিয়ে তো ঝামেলা রয়েছেই।  তার ওপর আবার অবসরে থেকেও সংস্থাটির কাছে নিজের ক্যারিয়ারের পাওনা টাকা দাবি করে বসেছেন ৪৬ বছর বয়সী সাবেক এই স্পিনার!

এমনকি এ নিয়ে স্থানীয় আদালতের দ্বারস্থও হয়েছেন তিনি। তার দাবি ২০০৮ সালের ইনজুরিতে ছিটকে যাওয়ার পর টাকা পাওনা থাকলেও সেটি তাকে দেওয়া হয়নি। বলা হচ্ছে এর আনুমানিক মূল হবে প্রায় ২৫ লাখ ডলারের বেশি!

অবস্থা বেগতিক দেখে আদালতের বিচার কাজ শুরুর আগেই মধ্যস্থতায় গেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অবশ্য ম্যাকগিলের আইনি লড়াই শুরু হয়েছিল ২০১৫ সালে। সেখানে দাবি করেন প্রাইজ মানি ও সম্মানি বাবদ ১.৬ মিলিয়ন ডলার। সঙ্গে খরচ বাবদ আরও এক মিলিয়ন ডলার।

ওই সময় চোটের কারণে আর ক্যারিয়ার দীর্ঘ করতে পারেননি ম্যাকগিল। তাই ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরেই অবসরে চলে যান। ক্যারিয়ারে ৪৪ টেস্ট খেলা এই স্পিনারের ঝুলিতে ছিল ২০৮টি উইকেট।নাইনডটকম।

 /এফআইআর/ 

Advertisement

Central_college

Advertisement

Pran-RFL ad on bangla Tribune x